প্রথম নির্বাচনে সরকার গঠন করে আ’লীগ • নতুন ফেনীনতুন ফেনী প্রথম নির্বাচনে সরকার গঠন করে আ’লীগ • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম নির্বাচনে সরকার গঠন করে আ’লীগ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৫ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০১৮

দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। নির্বাচনে আওয়ামীলীগ ৩শ’টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ন নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করেন।

এ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১১টি আসনের প্রার্থীরা নির্বাচিত হন। মোট ভোটারের ৫৪.৯ শতাংশ ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগ করেন। নির্বাচনে জাসদ ১, বাংলাদেশ জাতীয়লীগ ১ ও স্বতন্ত্র প্রার্থীরা ৫টি আসন পান।

নির্বাচনে ৩ কোটি ৫২ লাখ ৫ হাজার ৬শ’ ৪২ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ কোটি ৯৩ লাখ ২৯ হাজার ৬শ’ ৮৩ ভোটার। এদের মধ্যে আওয়ামীলীগ ১ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার ৭শ’ ১৭ ভোট পেয়েছে। শতকরা হিসানে ৭৩.২ শতাংশ। জাতীয় আওয়ামী পার্টি (মাজাফ্ফর) ১৫ লাখ ৬৯ হাজার ২শ’ ৯৯ ভোট। শতকরা হিসাবে ৮.৩ শতাংশ। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ১২ লাখ ২৯ হাজার ১শ’ ১০ ভোট। শতকরা হিসাবে ৬.৫ শতাংশ। জাতীয় আওয়ামী পার্টি (ভাসিনি) ১০ লাখ ২ হাজার ৭শ ৭১ ভোট। শতকরা হিসাবে ৫.৩ শতাংশ। বাংলাদেশ জাতীয় লীগ ৬২ হাজার ৩শ’ ৫৪ ভোট। শতকরা হিসাবে ০.৩ শতাংশ ভোট পায়।

বাংলাদেশের সংসদ নির্বাচন’র ইতিহাস

বাংলা কমিউনিস্ট পার্টি, বাংলা ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় কংগ্রেস, বাংল জাতীয় লীগ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশের কমিউনিস্টপার্টি, বাংলাদেশ কমিউনিস্টপার্টি (লেলিনবাদি), জাতীয় গণতান্ত্রিকদল ও শ্রমিক কৃষক সমাজবাদীদল পেয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬শ’ ৭৩ ভোট। শতকরা হিসাবে ১.১ শতাংশ।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা ৫টি আসনের বিপরীতে ৯ লাখ ৮৯ হাজার ৮শ’ ৮৪ ভোট পায়। শতকরা হিসাবে ৫.৩ শতাংশ। নির্বাচনে ফাঁকা ভোট পড়ে ৪ লাখ ৭৭ হাজার ৮শ’ ৭৫।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

[…] প্রথম নির্বাচনে সরকার গঠন করে আ’লীগ […]

  • ​Leave a Comment

    -->
    Android App
    Android App
    Android App
    © Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.