মহিলা প্রার্থীর ছড়াছড়ি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে • নতুন ফেনীনতুন ফেনী মহিলা প্রার্থীর ছড়াছড়ি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা প্রার্থীর ছড়াছড়ি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০০ অপরাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০১৮

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক মহিলা প্রার্থী প্রত্যক্ষ নির্বাচনে অংশ নেয়। ২০০১ সালের ১ অক্টোবর আওয়ামীলীগ-বিএনপিসহ ৫৪টি দলের ১ হাজার ৯শ’ ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ৪শ’ ৪৮ সতন্ত্রপ্রার্থীসহ এ নির্বাচনে ৩৭জন মহিলা প্রার্থী নিবাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৭৪.৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

তত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় এ নির্বাচনে ৩শ’ আসনের মধ্যে ১শ’ ৯৩ আসন পেয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে। নির্বাচন অনুষ্ঠানের সময় তত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান।

নির্বাচনে জাতীয়তাবাদীদল বিএনপি ২ কোটি ৩০ লাখ ৭৪ হাজার ৭শ’ ১৪ ভোট পায়। শতকরা হিসাবে দলটি ৪১.৪০ শতাংশ ভোট পায়। বিপরীতে ১শ’ ৯৩ আসন লাভ করে। বাংলাদেশ আওয়ামীলীগ ২ কোটি ২৩ লাখ ১০হাজার ২শ’ ৭৬ ভোট পায়। শতকরা হিসাবে দলটি ৪০.০২ শতাংশ ভোট পায়। বিপরীতে ৬২ আসন লাভ করে। জাতীয় পার্টি ও ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থীসহ ৪০ লাখ ২৩ হাজার ৯শ’ ৬২ ভোট পায়। শতকরা হিসাবে দলটি ৭.২২ শতাংশ ভোট পায়। বিপরীতে ১৪ আসন লাভ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৩ লাখ ৮৫হাজার ৩শ’ ৬১ ভোট পায়। শতকরা হিসাবে দলটি ৪.২৮ শতাংশ ভোট পায়। বিপরীতে ১৭আসন লাভ করে। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ৫ লাখ ২১ হাজার ৪শ’ ৭২ ভোট পায়। শতকরা হিসাবে দলটি ০.৯ শতাংশ ভোট পায়। বিপরীতে ৪ আসন লাভ করে। ইসলামী ঐক্যজোট ৩ লাখ ১২হাজার ৮শ’ ৬৮ ভোট পায়। শতকরা হিসাবে দলটি ০.৫৬ শতাংশ ভোট পায়। বিপরীতে ২ আসন লাভ করে। কৃষক শ্রমিক জনতালীগ ২ লাখ ৬১ হাজার ৩শ’ ৪৪ভোট পায়। শতকরা হিসাবে দলটি ০.৪৭ শতাংশ ভোট পায়। বিপরীতে ২ আসন লাভ করে। জাতীয় পার্টি (মঞ্জু) ২লাখ ৪৩ হাজার ৬শ’ ১৭ ভোট পায়। শতকরা হিসাবে দলটি ০.৪৪ শতাংশ ভোট পায়। বিপরীতে ১ আসন লাভ করে।

এছাড়াও সতন্ত্র প্রার্থীরা ২২ লাখ ৬২ হাজার ৪৫ ভোট পায়। শতকরা হিসাবে দলটি ৪.০৬ শতাংশ ভোট পায়। বিপরীতে ৬ আসন লাভ করে। নির্বাচনে ৪ লাখ ৪১ হাজার ৮শ’ ৭১ ভোট বাতিল হয়।

নির্বাচনে ৭ কোটি ৫০ লাখ ৬শ’ ৫৬ ভোটারের মধ্যে ৩ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৯শ’ ৭১ ভোটার পুরুষ ও ৩ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৬শ’ ৮৪ ভোটার মহিলা। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে ৫ কোটি ৬১ লাখ ৬৯ হাজার ২শ’ ৩৩ ভোটার। নির্বাচনে ২৯ হাজার ৯শ’ ৭৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: আরএইচ/এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.