ফেনীতে ইসলামী আন্দোলন প্রার্থীদের মতবিনিময় • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ইসলামী আন্দোলন প্রার্থীদের মতবিনিময় • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ইসলামী আন্দোলন প্রার্থীদের মতবিনিময়

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০২ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ফেনীতে ইসলামী আন্দোলন মনোনিত তিন প্রার্থীরা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ (সদর) আসনে মাওলানা নুরুল করীম বেলালী ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মাওলানা আবদুর রাজ্জাক বক্তব্য রাখেন।

সাধারণ সম্পদক মুহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন ফেনী জেলার সেক্রেটারী মাওলানা নুরুল করিম, প্রশিক্ষণ সম্পাদত মাওলানা আবদুর রহমান গিলমান, উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ আজমী, ইসলামী শ্রমিক আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারী একরামুল হক ভূঁইয়া, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ কবীর ভূঞা, সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পার হলেও মানুষ আজও অর্থবহ ও গুণগত পরিবর্তন দেখছে না। গুম, খুন নির্যাতন-নিপিড়নসহ এমন কোন কোন কর্ম নেই যা প্রতিনিয়ত ঘটছে না। মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় (হাতপাখা) প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.