ফেনীতে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২৯ অপরাহ্ণ, ০৪ নভেম্বর ২০১৮

ফেনীতে কেক কেটে ও বিশেষ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বর্ণাঢ্য আয়োজনে দৈনিক প্রথম আলো পত্রিকার ২০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। রবিবার বিকেলে শহরের মিজান রোডের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আবু তাহের।

প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি অমিত মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মহিপাল সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো.আজিজুর রহমান, ফেনী সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মিলন, ফেনী জেলা বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ, ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়া ফারুক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেব নাথ,ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আবি সিনা সরোয়ার জাহান, নাট্যাচার্য সেলিম আল দীন কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব সারওয়ার, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি কাজী ইকবাল আহম্মদ পরান, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, ফেনী জেলা ইয়ুথ জার্নালিষ্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁঞা, প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন,পাঠক মোঃ আবুল খায়ের,ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক রেহানা ইয়াছমিন।

প্রথম আলো ফেনী বন্ধুসভার সাবেক সহ-সভাপতি শেখ আশিকুন্নবী সজীব ও সদস্য তানজিনা সুলতানা তিশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটাসহ বিশেষ সুবিধা বঞ্চিত (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়। পরে ফেনী বন্ধুসভার সদস্য মনিকা রায়,আবদুল্লাহ আল মামুন,অটিস্টিক শিশু আশফাক উদ্দিন ভূঞার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদনা: আরএইচ/এএনএস

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.