সম্মাননা পেলো ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ • নতুন ফেনীনতুন ফেনী সম্মাননা পেলো ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সম্মাননা পেলো ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩০ অপরাহ্ণ, ০২ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রাম মিডিয়া ক্লাবের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। নগরীর হোটেল ল্যান্ডমার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে: জেনারেল (অব:) ড. চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বীরবিক্রম। চট্টগ্রামের তিন প্রজম্মের নাট্যসংগঠক ও নাট্যকার রবিউল আলম অনুষ্ঠানের উদ্বোদন করেন। জালাল ভূঁইয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ও আজুডিস ক্রিয়েশন এন্ড কমিউনিকেশনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া ক্লাবের সভাপতি এ.কে.এম সামশুজ্জামান ভূঁইয়া সোহেল। মডেল ও অভিনেত্রী আইরিন তানি অনুষ্ঠান উপস্থাপনা করেন।

এবার অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উপমহাদেশের কাকা বাবু খ্যাত বিশিষ্ট সংগঠক প্রয়াত মুজাফফর আহমদ (মরণোত্তর)। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তার পরিবারের সদস্য মোশারফ হোসেন এটি গ্রহন করেন। সেরা সংগঠন হিসেবে ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের পক্ষে গ্রহন করেন সংগঠনের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সেরা উন্নয়ন সংগঠক বিশিষ্ট উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া, সেরা বাচিক শিল্পী বদরুল আহসান খান, সেরা নৃত্য শিল্পী শারমিন হুসেন, সেরা বিনোদন সাংবাদিক হামিদ মোহাম্মদ জসিম, সেরা সৃজনশীল সাংবাদিক রিমন মাহফুজ, সেরা মূকাভিনয় শিল্পী ও নির্দেশক নাদেজদা ফারজানা, সেরা নাট্য পরিচালক (মচ) শিশির দত্তের পক্ষে মিসেস শিশির দত্ত, সেরা সংগীত শিল্পী ও গীতিকার সান্তুনু বিশ্বাসের পক্ষে মিসেস শুভ্রা বিশ্বাস, সেরা চলচ্চিত্র পরিচালক (মরণোত্তর) মোস্তফা মেহমুদের পক্ষে কাইয়ুম, সেরা নাট্য পরিচালক (টিভি) শাখাওয়াত শিবলী, সেরা সাংস্কৃতিক সংগঠক ও নাট্যকার কানাই চক্রবর্তী, সেরা আলোকচিত্র শিল্পী মউদুদুল আলম, সেরা ভাষা বিজ্ঞানী ও নাট্যকার ড.রাজীব হুমায়ুন, সেরা শিক্ষক জসিম উদ্দিন সরকার এবং চট্টগ্রাম মিডিয়া ক্লাব প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিদারুল আলম প্রকাশ গায়ক রফিকের পক্ষে বড় সন্তান বিপ্লব গ্রহণ করেন।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রিয়া দাস, চায়নার দল নৃত্য নিকেতন, আবৃত্তি করেন ত্রিতরঙ্গের কর্ণধার দেবাশীষ রুদ্র, সংগীত পরিবেশন করেন রাহাত, ফারজানা ব্রাউনিয়া, হাসান সোহরাওয়ার্দী ও মামুন।

মনোচিকিৎসায় মঞ্চ নাটকের ভূমিকা নিয়ে আলোচনা করেন নাট্যধার প্রধান মোস্তফা কামাল যাত্রা, নৃত্যের চট্টগ্রাম নিয়ে কথা বলেন চট্টগ্রাম নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা দত্ত, কবি ইমরোজ সোহেলের লিখা কবিতা আবৃত্তি করেন বদরুল আহসান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল শিল্পী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহিদুল আলম, প্রধানমন্ত্রীর অগ্র্রাধিকার পাইলট প্রকল্প ক্যাপিটাল ড্রেজিং সংশ্লিষ্ট কোম্পানি এশিয়ান ড্রেজারের পরামর্শক সত্তর দশকের কবি ইমরোজ সোহেল, মেজর (অব:) আব্দুল শাহিদ কায়সার, প্রফেসর ডা. কাজী রফিকুল হক পিএইচডি, সাবেক উপসচিব সুলেখক আব্দুর রহিম, সাবেক এআইজি শাহনেওয়াজ আলম, সহকারী এটর্নি জেনারেল শামীম আহসান, চট্টগ্রামস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি বেলায়েত হোসেন, ঝিনাইদেহ লেখক পরিষদ সভাপতি আকরাম হোসেন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, বরিশাল ব্যবসায়ী কল্যাণ সভাপতি সাহেদুর করিম, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য শাহ আলম নিপু, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, থিয়েটার ওয়ার্কশপ সভাপতি তাপস শেখর, বিস্তার ট্রাস্টি আলম খোরশেদ, নৃত্যশিল্পী গার্গী মজুমদার, স্বপন বড়–য়া, স্বপন দাস, শাওন, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গভর্নিং বডির পক্ষে সফিকুল আলম, ফ্যাশন ডিজাইনার আইভি হাসান, ওমেন চেম্বার সিনিয়র এক্সেকিউটিভ মেম্বার, সরকারি উর্ধতন কর্মকর্তা ও লেখক মোহাম্মদ আলী মনসুর, মুজফফর লালমোহন সেন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার ফিরোজ, চট্টগ্রামের সিনিয়র সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ় অনলাইন এক্টিভিস্ট তরুণ মাইনুল ইসলাম ডিউক।
সম্পাদনা: আরএইচ/এএজে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.