ফেনীতে এসএসসি ও সমমানে অংশ নেবে ২৪৭৩৫ শিক্ষার্থী • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে এসএসসি ও সমমানে অংশ নেবে ২৪৭৩৫ শিক্ষার্থী • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে এসএসসি ও সমমানে অংশ নেবে ২৪৭৩৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৬ অপরাহ্ণ, ৩১ জানুয়ারি ২০১৯

ফেনীতে এবার এসএসসি ও সমমান পরীক্ষা অংশ নেবে ২৪ হাজার ৭শ’ ৩৫ শিক্ষার্থী। জেলার ৬টি উপজেলার ৩৪টি কেন্দ্রে ২শ’ ৮৮ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

জেলা প্রশাসনের শিক্ষা শাখার দেয়া তথ্য মতে, এবার এসএসসি পরীক্ষায় জেলার ১৮টি কেন্দ্রে ১শ’ ৭৭টি বিদ্যালয়ের ১৭ হাজার ৮শ’ ৯৯ শিক্ষার্থী অংশ নেবে। দাখিলে ৯টি কেন্দ্রে ১শ’ ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯শ’ ৪৫ শিক্ষার্থী, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৬টি কেন্দ্রে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮শ’ ৬২ শিক্ষার্থী ও দাখিল ভোকেশনালে ১টি কেন্দ্রে ২৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

সূত্র আরো জানায়, ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৩শ’ ৬৭ জন, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ২শ’ ৯জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজ কেন্দ্রে ৫৬জন, ফাজিলপুর ডব্লিউবি কাদরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ’ ৬৪জন, শরিষাদি উচ্চ বিদ্যালয়ে ৫শ’ ৮৪জন, ধলিয়া উচ্চ বিদ্যালয়ে ২শ’ ৮২জন, পরশুরাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩৭জন, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১শ’ ৪৫জন, আলী আজ্জম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ’ ২০জন, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮শ’ ৯৫জন, সোনাগাজী মো. ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ’ ৪৬জন, বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১শ’ ৭০জন, ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ’ ২৫জন, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শ’ ৯৯জন, আতাতুর্ক সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ’ ৯৪জন, সুজাতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ’ ৩৯জন, সিলোনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ’ ৫জন, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

একইভাবে দাখিলে ফেনী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ১ হাজার ৩শ’ ৮জন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৫শ’ ৫৩জন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ১ হাজার ১৪জন, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৬শ’ ৬৭জন, দাগনভূঞা আজিজিয়া ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ৫শ’ ৭৬জন, কোরশমুন্সি আলিম মাদরাসা কেন্দ্রে ৪শ’ ৪৮জন, মুন্সিরহাট ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ৩শ’ ১৭জন, বখতার মুন্সি ফাজিল ডিগ্রি মাদরাসায় ৪শ’ ৯৯জন, গোবিন্দপুর ছিদ্দিকিয়া মাদরাসা কেন্দ্রে ৫শ’ ৯৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

এসএসসি ভোকেশনাল পরীক্ষায় টেকনিকেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩শ’ ৭১জন, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯জন, পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১জন, ফাজিলপুর ডব্লিউবি কাদরি উচ্চ বিদ্যালয় ৭৩ জন, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ’ ৬৫জন ও সোনাগাজী মো. ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ’ ৪৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

দাখিল ভোকেশনাল পরীক্ষায় জেলার একটি মাত্র কেন্দ্র দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নিয়া মাদরাসায় ২৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জাগোনিউজকে জানান, পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসকদের সমন্বয়ে দুটি উপজেলা নিয়ে ভিজিলেন্সটিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে পৃথক টিম গঠন করা হয়েছে।

এছাড়াও কেন্দ্রে মেডিকেল টিম, প্রত্যেক কেন্দ্রে ১ জন করে ম্যাজিষ্ট্রেট ও পরীক্ষা চলাকালে কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি করা হবে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.