সোনাগাজীতে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি • নতুন ফেনীনতুন ফেনী সোনাগাজীতে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি • নতুন ফেনী
 ফেনী |
২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি

সোনাগাজী প্রতিনিধিসোনাগাজী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২২ অপরাহ্ণ, ০১ ফেব্রুয়ারি ২০১৯

‘সাহসী অভিযাত্রা দুই দশকে দৈনিক যুগান্তর’ এ স্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনে সোনাগাজীতে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। বেলা ১১টার দিকে দৈনিক যুগান্তর সোনাগাজী প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনের সভাপতিত্বে ও স্কাউটস লিডার মো. বেল্লাল হোসেন এএলটি এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক  এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন, ওসি (তদন্ত) মো. কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মো. ফারুক হোসেন, কলামিস্ট স. ম. শাহ আলম, মীরপুর থানা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব এসডিএম দিদার, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা. মো. নূরনবী।

সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. আবু সুফিয়ান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, মানবাধিকার নেতা কাজী মিজানুর রহমান মিস্টার, অধ্যাপক কাউছার আলম ও যমুনা টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি আরিফুর রহমান।

যুগান্তর পত্রিকার ভবিষ্যৎ সমৃদ্ধি ও সাফল্য কামনা করে আরো বক্তব্য রাখেন, সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক মো. আবদুল হক, ফেনী জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সোনাগাজী সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ূন কবির সেলিম, সাধারন সম্পাদক এমদাদুল হক, সহ-সম্পাদক আবু তৈয়ব, চট্রগ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মজিবুল হক মানিক, নজরুল একাডেমীর সভাপতি নূরুল আমিন পলাশ, ডা. ইমাম উদ্দিন, ডা. শুকলাল দেবনাথ, বিএলএফ’র ব্যবস্থাপক বিনয় ভূষণ দাস, মু্ক্তিযোদ্ধা মো. ফারুক হোসেন, এসডিএফ’র সাধারন সম্পাদক বেলায়েত হোসেন পিংকু, নারী নেত্রী আনোয়ারা বেগম, রোকেয়া বেগম, ব্লগার গিয়াস উদ্দিন লিটন, মাস্টার সুলতান আহম্মদ,

সাংবাদিক হাবিবুল ইসলাম রিয়াদ, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, মেজবাউল হুদা সৌরভ ও ইপি সচিব আবদুল হালিম প্রমূখ।

শেষে অতিথিরা সবাই এক সাথে কেক কাটেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের সোনাগাজী শাখার সহকারী পরিচালক মাও. মো. নূরুল আলম।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.