ছাগলনাইয়ায় কৃষি শুমারি শুরু • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়ায় কৃষি শুমারি শুরু • নতুন ফেনী
 ফেনী |
১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় কৃষি শুমারি শুরু

ছাগলনাইয়া প্রতিনিধিছাগলনাইয়া প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৫ অপরাহ্ণ, ০৯ জুন ২০১৯

সারা দেশের ন্যায় ছাগলনাইয়াতেও শুরু হয়েছে কৃষি শুমারি। ৯ জুন রবিবার থেকে শুরু হয়ে শুমারি চলবে ২০ জুন পর্যন্ত।

ছাগলনাইয়া উপজেলা পরিসংখ্যান অফিসার হান্নান মিয়া জানান, আমরা কৃষি শুমারি সফল করতে ও সঠিক তথ্য সংগ্রহ করতে উপজেলায় ৩জন জোনাল অফিসার, ২৭ জন সুপার ভাইজার ও ১৬৭জন গণণাকারী নিয়োগ করা হয়েছে। এর আগে তাদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা আশা করছি মানুষ আগের চেয়ে হওয়ায় খানা প্রধান তার সঠিক তথ্যগুলো দ্রæত আমাদের গণণাকারীকে দিতে পারবে এবং কাজ সম্পন্ন হবে। তবে এ ক্ষেত্রে আমরা উপজেলাবাসীর সচেতনতা ও আন্তরিকতা আশা করছি।

শুমারিতে একজন খানা প্রধান গণণাকারীকে যে সকল তথ্য দিবেন, প্রধানের নাম, লিঙ্গ, পিতা/স্বামীর নাম, খানা প্রধানের শিক্ষাগত যোগ্যতা, খানা প্রধানের পেশা, খানা প্রধান মৎস্যজীবী কি না, তার তথ্য, থানা প্রধানের মোবাইল নম্বর, এ খানা কৃষি মজুর খানা কি না, খানার সদস্য সংখ্যা, খানার জমির হিসাব, খানার মৎস্য চাষাধীন জমি কি না, খানার হাঁস মুরগির সংখ্যা, খানার গবাদি পশুর সংখ্যা ও অস্থায়ী ফসলাধীন জমি পরিমাণ।
সম্পাদনা: আরএইচ/এইউএস

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.