ফেনীতে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহত • নতুন ফেনী
 ফেনী |
২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪০ অপরাহ্ণ, ০৯ জুন ২০১৯

ছবি: প্রতিকী

ফেনীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া রেস্টহাউজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম জানান, ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের গণি সওদাগর বাড়ীর লিয়াকত আলীর স্ত্রী বিবি জোহরা মুন্নি (৩৬) তার মেয়ে ফারিয়া আক্তারসহ (১৬) পরিবারের সদস্যরা সিএনজি চালি অটোরিক্সযোগে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামের বাবার বাড়ীতে আসছিলেন। তাদের বহনকারী সিএনজিটি মহাসড়কের লেমুয়া রেস্টহাউজের সামনে এসে পৌঁছলে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিবি জোহরা মুন্নিকে মৃত ঘোষণা করেন। ফারিয়া আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চট্টগ্রামের সিতাকুন্ড এলাকায় পৌঁছলে সেও মারা যায়। বাকী আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবদুল আউয়াল দূর্ঘটনার দুইজন নিহতের খবর শুনেছেন জানিয়ে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ দুটি গাড়ী দুটি উদ্ধার করেছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.