ফেনীতে দুই মাদক কারবারির সাজা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে দুই মাদক কারবারির সাজা • নতুন ফেনী
 ফেনী |
১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে দুই মাদক কারবারির সাজা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৭ অপরাহ্ণ, ১৬ জুন ২০১৯

ফেনীতে দুই মাদক কারবারিকে পৃথক মামলায় সাজা দিয়েছেন আদালত। রবিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৪ সেপ্টম্বর শহরের পিটিআই স্কুলের সামনে থেকে ২৭ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হন কিশোরগঞ্জের গুরুই গ্রামের মো. চানপর আলীর ছেলে মো. শাহ আলম (৩৪)। সে দীর্ঘদিন ধরে শহরের রামপুর বসবাস করে আসছেন। পরে তাকে অভিযুক্ত করে এসআই কামাল হোসেন অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৭ স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ করেন। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম তাকে ১ বছর ৬ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল দেন।

একইদিন গত বছরের ১৪ জুন ছাগলনাইয়া উপজেলার রেজু মিয়ার ব্রিজ সংলগ্ন স্থান থেকে ২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার সামছুল আলম ওরফে সামছুল হক (৩৪) ১ বছর ৩ মাস ৩ হাজার টাকা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন একই আদালত। সে ছাগলনাইয়ার জানে আলমের ছেলে। ছাগলনাইয়া থানার এসআই শাহাজাহানের দায়ের করা মামলায় আদালত ৫ জনের স্বাক্ষগ্রহণ করেন।

ফেনী জজ আদালতের (পাবলিক প্রসিকিউটর) পিপি হাফেজ আহাম্মদ বলেন, বিজ্ঞ আদালত দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.