ফেনীতে ৬শ পিস ইয়াবাসহ মো আলমগীর হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মহাসড়কের ঢাকামূখী লেইনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।
এসময় বাস থেকে নেমে দৌড়ে পালানোর সময় আলমগীরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬শ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত আলমগীর চট্টগ্রামের সাতকানিয়া ডিপোটি পাড়া খালেদ মাষ্টার বাড়ীর মৃত মোঃইলিয়াস হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নুরুজ্জামান জানান, ইয়াবাসহ আটক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।







