ফেনীতে আইয়ুব বাচ্চু’র প্রতি শ্রদ্ধা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে আইয়ুব বাচ্চু’র প্রতি শ্রদ্ধা • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে আইয়ুব বাচ্চু’র প্রতি শ্রদ্ধা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১২ অপরাহ্ণ, ২০ অক্টোবর ২০১৮

ফেনীতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে কিংবদন্তী ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু’র প্রতি শ্রদ্ধা নিবেদন ভক্ত-অনুরাগীরা। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে কর্মসূচির আয়োজন করে মিউজিশিয়ান কমিউনিটি অব ফেনী (এমপিএফ)।

কর্মসূচিতে আগত ভক্ত-অনুরাগীরা বলেন, প্রখ্যাত শিল্পী আইয়ুব বাচ্চু’র মৃত্যুতে  বাংলাদেশ ব্যান্ড সংগীত জগতের নক্ষত্রকে হারালো। বাংলা গান ও বাংলা ব্যান্ডকে যিনি উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি শুধু একজন সংগীত শিল্পীই ছিলেন না তিনি একাধরে গিটারবাদক, গীতিকার, সুরকারও ছিলেন। তাঁর অসংখ্য গান এদেশেরলক্ষ লক্ষ তরুণের মুখে মুখে।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হসপিটালে নিঃশ্বাস ত্যাগ করেন আইয়ুব বাচ্চ। একই দিন সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর দুপুরে জাতীয় ঈদহ ময়দানে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার মাগরিবের নামাজের আগে চট্টগ্রাম নগরের এনায়েত বাজারের চৈতন্যগলি বাইশমহল্লা কবরস্থানে মায়ের কবরের পাশ তার লাশ দাফন করা হয়।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.