বন্ধ হচ্ছে ফেইসবুকের গ্রুপ চ্যাট • নতুন ফেনীনতুন ফেনী বন্ধ হচ্ছে ফেইসবুকের গ্রুপ চ্যাট • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে ফেইসবুকের গ্রুপ চ্যাট

তথ্য প্রযুক্তি ডেস্কতথ্য প্রযুক্তি ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৭ পূর্বাহ্ণ, ১৮ আগস্ট ২০১৯

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে পারপাস গ্রুপ চ্যাট সেবা বন্ধের ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। আগামী ২২ আগস্ট থেকে এই ফিচারটি থাকবে না বলে জানিয়েছে ফেইসবুক কর্র্তৃপক্ষ। গতকাল শুক্রবার কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক একটি পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, গ্রাহকের নিরাপত্তার ব্যাপারটি সমসময়ই বড়। এ চিন্তা মাথায় রেখে ২২ আগস্ট থেকে পারপাস গ্রুপ চ্যাট সুবিধা আর পাওয়া যাবে না। এরপর থেকে শুধু আগের কথোপকথন পড়া যাবে।

পোস্টে আরও বলা হয়, ‘আমাদের টিম জানে, ফেইসবুকের এই পারপাস গ্রুপ চ্যাট সেবা গ্রাহকদের মধ্যে সহজে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একটি গ্রাহক গোষ্ঠীর মধ্যে সমন্বয় রক্ষা করতে এই ফিচার আসলেই মূল্যবান। কিন্তু গ্রাহকদের স্বার্থেই ফিচারটি তুলে দেওয়া হচ্ছে। গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা অবশ্যই এটার চেয়ে গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, ফেসবুক চালুর পর ২০১৩ সালে গ্রুপ চ্যাট চালু করা হয়, যা ডেস্কটপ, ল্যাপটপ ছাড়াও অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে ব্যবহার করা যায়।

সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.