ফেনী সিটি গার্লস হাই স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ফেনী সিটি গার্লস হাই স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ এম মামুনুর রশীদ। বিশেষ অতিথি ফেনী জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা হোসেন, ফেনী পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুন অর রশীদ মজুমদার, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মাকসুদুর রহমান, সাবেক পৌর কমিশনার আলহাজ্ব আবুল কাশেম, সমাজসেবক আশরাফ উদ্দিন, দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার, প্রকৌশলী ইউছুপ দুলাল, ছাত্রনেতা ইয়াছিন আরাফাত রাজু, ব্যবসায়ী আবদুল মন্নান ফরিদ, যুবনেতা মনোয়ার হোসেন সোহাগ, পাশ্ববর্তী শান্তি নিকেতন, সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
জেএসসি-২০১৮ সালে জিপিএ ৫ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে নগদ বৃত্তির ২০০০ টাকা ও ক্রেস্ট এবং এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত ৭ জনকে ৫০০০ টাকা হারে ও ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিগণ স্কুলের সার্বিক কর্মকান্ডকে সুসংগঠিত বলে মন্তব্য করেন এবং শিক্ষার্থীদের বড় হয়ে জাতির সেবক হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি হতে গত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে স্বীকৃতি ক্রেস্ট তুলে দেয়া হয়। সাংস্কৃতিক ও ক্রীড়ায় বিভিন্ন পর্যায়ে কৃতী প্রায় ৫০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক খুরশিদ আলম মাহদী।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি