ফেনীতে মাদকসহ গ্রেপ্তার ১
প্রকাশ : | সময় : ৩:৫০ অপরাহ্ণ

ফেনীতে মাদকদ্রব্যসহ মো. ইউনুছ মিয়া ওরফে মানিক ড্রাইভার (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, এ সময় তাঁর নিকট থেকে বস্তার মধ্যে লুকিয়ে রাখা পাঁচ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় হুইস্কি, দশটি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। ফেনী সদর মডেল থানায় মামলা দায়েরের পর তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি