শহর প্রতিনিধি >>
ফেনী শহরের মুক্ত বাজারে রবিবার থেকে ‘শুভেচ্ছা মাছ বাজার ও মিনি সুপার শপ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ফিতা কেটে এই ব্যতিক্রমী প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর স্বত্ত্বাধিকারী খন্দকার নাছির উদ্দিনের বাবা মাওলানা গিয়াস উদ্দিন খন্দকার। এ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, এডভোকেট কাজী বুলবুল আহম্মদ সোহাগ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ ও আমান উদ্দিন কায়সার সাব্বির, সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু, ছাত্রদল নেতা এসএম কায়সার এলিন, মোর্শেদ হোসেন ও ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত প্রমুখ উপস্থিত ছিলেন। স্বত্ত্বাধিকারী খন্দকার নাছির উদ্দিন জানান, সকল প্রকার সামুদ্রিক মাছ এবং বিয়ে-জন্মদিন সহ যে কোন অনুষ্ঠানে রুই, রুপচাঁদা ও চিংড়ী সহ বিভিন্ন প্রকারের মাছ যে কোন সময়ে তারা সরবরাহ করতে পারবে। এছাড়া সবসময় এখানে তাজা মাছও পাওয়া যাবে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ







