ক্রীডা ডেস্ক>>
সেইলর বাফুফে জাতীয় ফুটবল অনুর্ধ্ব-১৫ ফাইনালে খেলার জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পৌঁছেছে ফেনীর জেলা দলের খেলোয়াড়রা। ইতিমধ্যে খেলোয়াড়দের উৎসাহ দিতে স্টেডিয়ামে পৌঁছেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, প্যানেল মেয়র সাইফুর রহমান সাইফু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার প্রমূখ। তারা স্টেডিয়ামে উপস্থিত জেলা দলের খেলোয়াড়দের সাথে কথা বলে সাহস দেন।
বিকাল পাঁচটায় নারায়নগঞ্জ জেলার সাথে মুখোমুখি হবে ফেনীর ছেলেরা। ইতিমধ্যে দলের ম্যানেজার সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে একাদশের লিস্ট জমা দিয়েছেন। ওই তালিকা মতে টুর্ণামেন্টের ফাইনালে গোল কিপিং’র দায়িত্ব পালন করবে নিশান, দলে থাকছে ডিফেন্টার ফখরুল বাবু, লাল হিম সাহা, হৃদয়, মিডফিল্ডারের দায়িত্ব পালন করবে কণিক, রানা, মেহেদী ও রাজন এবং স্টাইকারে থাকছে বরাবরের মত রাসেল ও নাজিম।

২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২ দফা খেলা পেছানো হয়। বাফুফ সূত্র জানায়, ওই দিন বৃষ্টির কারণে খেলা স্থগিত করে ১২ সেপ্টেম্বর তারিখ ঘোষণা করে। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় খেলা ১দিন পিছিয়ে ১৩ তারিখ নির্ধারণ করে বাফুফে।
সম্পাদনা: আরএইচ







