নিজস্ব প্রতিনিধি >>
ছাগলনাইয়ায় ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল করিম চৌধুরী সবুজ কুপিয়ে আহত করেছে নিজ দলীয়কর্মীরা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁদগাজী বাজারে তার দোকানে ভাংচুর ও লুটপাট চালায় তারা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে মহামায়া ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহাজাহান মিনুর উপর হামলা করে আলী ও কিরণের নেতৃত্বে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় তার প্রতিদ্বন্ধি একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড’র ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক দলনেতা নুরুল করিম চৌধুরী সবুজ জড়িত থাকার অযুহাতে রবিবার সকালে চাঁদগাজী বাজারের সবুজ মেটালে হামলা করে প্রতিপক্ষের সমর্থক আবদুল্লাহর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করায়।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মো: রাশেদ খান চৌধুরী জানান বিষয়টি তিনি শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে আহত







