নতুন ফেনী ডেস্ক>>
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) মহাসচিব হলেন ফেনীর ছেলে এম আবদুল্লাহ । রবিবার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত নির্বাচনে দৈনিক সমাচার এর নিউজ এডিটর নুরুল আমিন রোকনকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন তিনি।
এর আগে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্ধীতায় পুন:নির্বাচিত হয়েছেন কারাবন্ধী বর্তমান সভাপতি শওকত মাহমুদ। এ পর্যন্ত বিএফইউজে কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে ১৮টি পদে নির্বাচন হয়েছে। বাকি ১৭টি পদের ফলাফল এখনো অপেক্ষমান বলে জানান নির্বাচন কমিশন।
এম আবদুল্লাহ দৈনিক আমার দেশ এর নগর সম্পাদক’র দায়িত্ব পালন করছেন। তিনি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইনিয়নের বাসিন্দা।
সম্পাদনা: আরএইচ








