নিজস্ব প্রতিনিধি >>
ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার ২৩ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামীলীগ। সোমবার সন্ধ্যায় ফেনী পৌরসভায় কার্যালয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর উপস্থিতিতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম।
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে জানে আলম ভূঞা, কাজিরবাগ ইউনিয়নে কাজী বুলবুল আহাম্মদ, পাঁচগাছিয়া ইউনিয়নে আনোয়ার হোসেন মানিক, ধর্মপুর ইউনিয়নে শাহাদাত হোসেন সাকা, কালিদহ ইউনিয়নে দিদারুল ইসলাম, বালিগাঁও মো: মোজাম্মেল হক বাহার, মোটবী ইউনিয়নে হারুন অর রশিদ এলএলবি, ফাজিলপুর ইউনিয়নে মো: মজিবুল হক রিপন।
দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে মো: নুর নবী, রাজাপুর ইউনিয়নে আনম কাশেদুল হক বাবর, পূর্বচন্দ্রপুর ইউনিয়নে মো: মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউনিয়নে আবদুল গোফরান বুলবুল, মাতুভূঞা ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন ও জায়লস্কর ইউনিয়নে মামুনুর রশিদ মিলন।
সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের আনোয়ার খায়ের, বগাদানা ইউনিয়নে আ খ ম ইছহাক খোকন, মঙ্গলকান্দি ইউনিয়নে মোশারফ হোসেন বাদল, মতিগঞ্জ ইউনিয়নে রবিউজ্জামান বাবু, চরদরবেশ ইউনিয়নে নূর ইসলাম ভুট্টো, চরচান্দিয়া ইউনিয়নে মোশারফ হোসেন মিলন, সোনাগাজী সদর ইউনিয়নে শামছুল আরেফিন, আমিরাবাদ ইউনিয়নে জহিরুল আলম জহির ও নবাবপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন।
এসময় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেলসহ দলীয় বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এএনএমটি
ফেনীতে আ’লীগের ২৩ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা







