ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ার তারেক মেমোরিয়াল হাসপাতালে সুধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তারেক মেমোরিয়ালের উদ্যোগে হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মুহাম্মদ মোস্তফা।
হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব এম এ কাসেম’র সভাপতিত্বে ও অবঃ ল্যাফটেনেন্ট নেপাল চন্দ্র নাথের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী ওমর ফারুক, পৌর কাউন্সিলর মুন্সী নুর হোসেন, হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আলেয়া বেগম মঞ্জু, হাসিনা আক্তার পাখি, টুইটুম্বুর পত্রিকার সম্পাদক সাবিরুল আলম, ডাঃ একে কোরেশী, ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ হাফিজ উদ্দিন আহমেদ, ফেনী সদরের ডাঃ তাহেরা রুমানা, তারেক মেমোরিয়ালের আরএমও ডাঃ সোহেল মাহমুদ, হৃদরোগ বিশেষজ্ঞ শহিদ হোসেন নিলয়, ছাগলনাইয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম সরকার, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর সহ সাংবাদিক এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় তারেক মেমোরিয়াল হাসপাতালে সুধি সমাবেশ







