দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মিড-ডে মিল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোতালেব আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা তাসলিমা আক্তার শিমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পূর্বচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, আবুল কাশেম ও বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মিহির রঞ্জন ভৌমিক প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় মা সমাবেশ







