নিজস্ব প্রতিনিধি>>
বাংলাভাষী হিন্দুসম্প্রদায়ের বড় উৎসব দুর্গামুর্তির মাধ্যমে দুর্গাপুজার পাশাপাশি হিন্দুসম্প্রদায়ের একাংশের স্বামী স্বরুপানন্দ পরমহংসদেবের অনুসারীরা নিরাকার পুজার মাধ্যমে শারদীয় অখন্ড উৎসব পালন করছে। ফেনী জেলায় ১৪১টি মন্ডপে দুর্গাপুজা অনষ্ঠিত হলেও ফেনীর ফুলগাজী উপজেলার নুতন মুন্সিরহাটের ফতেপুর প্রকাশ চন্দ্র পালের বাড়ীর মাঠে এ অথন্ড উৎসব পালিত হচ্ছে।
দুর্গাপুজা ৭ অক্টোবর থেকে শুরু হয়ে যেমনী ১১ অক্টোবর দুর্গামুর্তি বিসর্জনের মাধ্যমে শেষ হবে, তেমনী নিরাকার পুজারীরা ৭ অক্টোবর থেকে শুরু করে ১১ অক্টোবর তাদের অখন্ড উৎসব শেষ করবে। পুজারী দুলাল চন্দ্র পাল জানান দুর্গা, স্বরস্বতী সহ সকল দেবদেবী নিরাকারে ওঁর মাধ্যমে সৃষ্টিকর্তার উপসনা করে, তাই তারা সরাসরি ওঁর মাধ্যমে উপসনা করে বা পুজা করে। মুর্তি পুজার প্রয়োজন নেই।
নোয়াখালীর কোম্পানীগজ্ঞ এলাকায় নিরাকার পুজারীদের নিজস্ব অর্থায়নে চলছে আশ্রম। সে আশ্রম সহ ফেনী জেলার ৩ টি স্থানে ও ঢাকায় এ অখন্ড উৎসব পালিত হচ্ছে বলে জানিয়েছেন স্বামী স্বরুপানন্দ দেবের অনুসারীর শৈবাল চন্দ্র পাল। তারা জানান ফেনীর এ উৎসবে সরকারী- বেসরকারী কোন অনুদান গ্রহন করেন না। তাদের নিজস্ব অর্থে এ উৎসব পালিত হচ্ছে। অখন্ড উৎসব উপলক্ষে সরকারী অনুদানের বরাদ্ধ হলেও তা তারা গ্রহন করেননি এবং অনুদানের তালিকা থেকে তারা নাম কাটিয়ে নিয়েছেন।
সম্পাদনা: আরএইচ/টিএইচএন







