ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার।
কলেজের অধ্যক্ষ মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও প্রভাষক রুমানা আক্তার’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, থানার পরিদর্শক মোঃ রাশেদ খান চৌধুরী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারি, কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও দর্শন প্রভাষক মোল্লা মোহাম্মদ মাসুদ, বাংলা প্রভাষক মোঃ পেয়ার আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহের আহবায়ক তামান্না রহিম, কলেজ ছাত্রলীগের সভাপতি আমির হোসেন কিরণসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
শেষে জাতীয় সংগীতের মধ্যদিয়ে কলেজের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহের শুভ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহের উদ্বোধন







