নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারস্থ পৌর মার্কেটে অভিযান পরিচালনা করেন। এ সময় লক্ষী ভান্ডার নামের একটি মুদি দোকান থেকে ১ কেজি ১শ ৫০ গ্রাম গাঁজা সহ ওই এলাকার শীল বাড়ির মরণ কুমার শীলের ছেলে রনজিত কুমার শীল (৩৫) ও ভূঞা বাড়ির আবদুল গোফরানের ছেলে নুর ইসলাম (২৫) কে আটক করা হয়।
এছাড়াও ওই দল শহরতলীর পূর্ব বিজয় সিংহ বড় বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৬০ পিস ইয়াবা সহ ওই এলাকার জমদ্দার বাড়ির আবুল হোসেনের ছেলে মো: এয়াছিন (৩৮) আটক করা হয়।
এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিলীপ কুমার দেবনাথ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: এনকে
ফেনীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার







