নতুন ফেনী ডেস্ক >>
ফেনী বিএনপির সুযোগ সন্ধানী সুবিধাবাদী ‘সুখ পাখিদের’ কড়া সমালোচনা করেছেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোটবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেক। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সমালোচান করার পর থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্ট্যাটাসে তিনি লিখেছেন- ‘আমি মরহু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করে, ১৯৮০ সালের ১০ই জানুয়ারী ফেনী কলেজ ছাত্র থাকাবস্থায় প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মধ্যদিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু করি। অদ্যাবধি দলের ইউনিয়ন থেকে জেলা এবং কলেজ জীবন থেকে বিশ্ববিদ্যালয় জীবনে দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্বৈরাচারী সরকারের যুলুম নির্যাতন সহ্য করে দল পরিচালনায় ত্যাগী নেতা হিসাবে যোগ্যতার স্বাক্ষর রাখি। ২০০৯ সালে আমি ফেনী জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হই। এরপর থেকে ফেনীর রাজপথে দলের সকল কেন্দ্রীয় কর্মসূচী জাতীয় দিবসসহ সকল ধরনের দলীয় কর্মসূচীতে আমি স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করি। কখনো দল থেকে কিছু পাবো, এই আশা নিয়ে দল করিনি, চেষ্টা করেছি দেওয়ার জন্য, জানিনা দিতে পেরেছি কি না, তবে চেষ্টা করেছি সাধ্য মতো। দলকে ভালোবাসি হৃদয় দিয়ে, তাইতো দলের বিপক্ষে কেউ কিছু বললে, সেটা মেনে নিতে পারিনা, সাথে সাথে প্রতিবাদ-প্রতিরোধ করার চেষ্টা করি। দলের দুর্দিনে ছিলাম, আছি, থাকবো। কিন্তু যারা দলের সু-সময়ে এসে নিজেকে অনেক বড় কিছু মনে করেন, তারা দলের দুর্দিনে ছিলেন না, ছিলো না, থাকবেও না। নিকট অতীতের কথা বলতে গেলে ২০১৪ সালের ৫ই জানুয়ারীর আন্দোলন, ২০১৫ সালের ৫ই জানুয়ারীর গণতন্ত্রের হত্যা দিবস (কালো পতাকা মিছিল), ২০১৬ সালের ৫ই জানুয়ারীর গণতন্ত্রের হত্যা দিবস (কালো পতাকা মিছিল) ও ২০১৭ সালের ৫ই জানুয়ারী গণতন্ত্রের হত্যা দিবস (কালো পতাকা মিছিল) করার সময় কই ছিলো? কেন তাদেরকে ফোন করার পরেই পতাকা মিছিলে আসেনাই এবং কি কাউকে কোথায় খুজে পাইনি? আন্দোলন সংগ্রামে এই সুখ পাখিরা কোথায় ছিলো? নেতা হওয়া সহজ, কিন্তু নেতৃত্ব দেও্য়া অনেক কঠিন, তেমনি রাজপথে আন্দোলন সংগ্রাম করা, আর পদ পেয়ে লম্বা লম্বা কথা বলা ও বড় নেতা দাবী করা দুটোই আলাদা জিনিস। নেতা হওয়া সহজ কিন্তু নেতৃত্ব দেওয়া অনেক কঠিন। ছাগলের পেছনে রাজনীতি করলে ছাগলই হয়, নেতা হওয়া যায়না। সন্ত্রাসীর পেছনে রাজনীতি করলে চিছকে সন্ত্রাসী হওয়া যায় কিন্তু লীডার হওয়া যায়না। নেতা হতে হলে নেতৃত্বের অনেক গুণাবলী থাকতে হয়, যা সব মানুষের থাকেনা।’
সম্পাদনা: আরএইচ
ফেনী বিএনপির ‘সুখ পাখিদের’ কড়া সমালোচনা করলেন এম খালেক







