ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়াড এনসিসি ব্যাংক’র নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের আহসান উল্যাহ মার্কেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নুরুন নেওয়াজ সেলিম।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ’র সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক শফি উদ্দিনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিচালক মোঃ খায়রুল আলম চাকলাদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, পৌর মেয়র মুহাম্মদ মোস্তফা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান হাবিব, মহিলা কাউন্সিলর আলেয়া বেগম মঞ্জু, প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় এনসিসি ব্যাংক’র শাখা উদ্বোধন







