সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল মঈন উদ্দিন। আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম জহির ও সোনাগাজীর ডিজিএম মহিউদ্দিন মোশায়েদুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাগাজীর পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জি এম) মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, জেলা পরিষদের সদস্য মো. ফারুক হোসেন, সমিতির কোষাধ্যক্ষ মহি উদ্দিন আহমেদ, ইউপি সদস্য আরু মেম্বার, ঠিকাদার শেখ আহাম্মদ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবর্গ, এলাকার গণ্যমান্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি বৈদ্যুতিক সুইচ টিপে ৮ কোটি টাকা ব্যায়ে আমিরাদ ইউনিয়নে ৫৯টি স্পটে ৫৩ কিলোমিটার ও উপজেলার চরদরবেশ, চরচান্দিয়া, সোনাগাজী সদর, বগাদানা, চরমজলিশপুর ইউনিয়নের ১২টি স্পটে তিন কোটি টাকা ব্যায়ে ২০ কিলোমিটার এলাকায় মোট দুই হাজার পাঁচশত ৩৪জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করেন।
সম্পাদনা: আরএইচ/এএলএমটি
সোনাগাজীর অমিরাবাদে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন







