শহর প্রতিনিধি>>
ফেনীতে কেন্দ্রিয় নেতা নরুল আলম নুরুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (একাংশ) এসএম কায়সার এলিনের নেতৃত্বে মিছিলটি শহরের বড মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ছাত্রদল নেতা জিয়া উদ্দিন পাটোয়ারী, দেলোয়ার হোসেন দোলন, ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, ফখরুল ইসলাম মাসুক, কাজী নজরুল ইসলাম দুলাল, সহ দলীয় বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার গভীর রাতে চট্টগ্রামের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক নরুল আলম নুরুকে। পরে বৃহস্পতিবার সকালে কর্ণফুলি নদীতে তাঁর ভেসে উঠলে স্বজনরা লাশ শনাক্তা করে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল







