নিহস্ব প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলা ফেনী সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহানারা বেগম সুরমা এমপি।
সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রোকেয়া ইসলামের সভাপতিত্বে সমম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন, ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, ফেনী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম রুনা প্রমুখ।
সম্মেলন শেষে জোসনা আরা জোসিকে সভাপতি ও তাহমিনা রহমানকে সাধারণ সম্পাদক করে ফেনী সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
সম্পাদনা: আরএইচ
ফেনী সদর উপজেলা মাহিলা আওয়ামীলীগের সম্মেলন







