নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার শহরের কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে সদর উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। ফেনী সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিকের সঞ্চালনায় কর্মসূচি উদ্বোধন করেন জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ।

এসময় জেলা পরিষদের সদস্য নুরুল আবসার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন রিন্টু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, শহর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু ও কলেজ ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপুসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ







