পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে হিটস্ট্রোকে হুদা মিয়া (৫৫) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানানয়, ওই দিন বেলা ১১টার সময় বক্সমাহমুদ বাজারে নিজ মালিকীয় রড় সিমেন্টের দোকানে যেতে বাড়ী থেকে বের হয় হুদা মিয়া। উত্তর তালবাড়িয়া এলাকায় পৌঁছলে অতিরিক্ত গরমে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বক্সমাহমুদ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বক্সমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম বলেন, হুদা মিয়া হিটস্ট্রোকে মারা গেছেন বলে স্থানীয় চিকিৎসকরা আমাদের জানান।
পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুল করিম জানান, এধরণের কোন রোগী হাসপাতালে আসেনি। তিনি বিষয়টি লোক মুখে শুনেছেন বলে তিনি জানান। তিনি আরো জানান, গত কয়েক দিনের চেয়ে পরশুরামের আজকের তাপমাত্রা অনেক কম। হিটস্ট্রোকে ঘটনা ঘটার মত কোন পরিবেশ নেই এখানে।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন হাসার শাহরিয়ার কবীর বলেন, হিটস্ট্রোকে মৃত্যুর কোন খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ







