নতুন ফেনী ডেস্ক>>
ফেনীর আলোচিত মা-ছেলেকে বন্দি রাখার ঘটনায় মানবাধিকার লঙ্গনের অভিযোগ এনে দায়ের করা মামলার বাদী মানবাধিকার নেতা এডভোকেট সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে ম্যানেজ হওয়ার অভিযোগ উঠেছে। এদিকে মামলা দায়ের করেও রবিবার আদালতে উপস্থিত না থাকায় মামলার বাদী পরিবর্তন হতে পারে বলে গুঞ্জণ উঠছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বুধবার শহরের শাহীন একাডেমী সড়কের একটি বাসা ৫ বছর ধরে বন্দি থাকার পর মা জাহান আরা বেগম রোজি ও শিশু পুত্র মেহেদী ইসলাম জিমুনকে উদ্ধার করে পুলিশ। মানবাধিকার লঙ্গনের অভিযোগ এনে উদ্ধারের পরদিন বৃহস্পতিবার ভাই শেরশাহকে আসামী করে মামলা দায়ের করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস এর ফেনী জেলা সভাপতি এডভোকেট সৈয়দ আবুল হোসেন। রবিবার কোর্টে থেকেও মামলার শুনানির সময় হঠাৎ উদাও হয়ে যান মামলার বাদী আবুল হোসেন। এ ঘটনায় আদালত পাড়ায় ক্ষোভ প্রকাশ করে আইনজীবিরা। পরে মানবিক দিক বিচেনায় জেলা আইনজীবি সমিতির সভাপতি আনোয়ারুল করিম ফারুক ও কাজী বুলবুল আহাম্মদ সোহাগের নের্তৃত্বে বিপুল সংখ্যক আইনজীবি মা-ছেলের পক্ষে দাড়ায়। আদালত পাড়ায় নানা গুঞ্জণ শুরু হয়। আবুল হোসেনের এ নাটকের কথা দিনভর শহরজুড়ে লোকজনের মুখে স্থান পায়। তবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুদ্দীন খালেকের আদালতে মা-ছেলেকে হাজির করা হলে বাদী উপস্থিত না থাকায় বিচারক ছেলের জবানবন্দি নিয়ে সুস্থ্য হওয়া পর্যন্ত মা-ছেলেকে সরকারী খরচে চিকিৎসা প্রদানের নির্দেশ দেন।
এ দিকে মানবাধিক প্রতিষ্ঠার জন্য দায়ের করা মামলা থেকে মোটা অংকের টাকার বিনিময়ে এডভোকেট সৈয়দ আবুল হোসেন মামলা থেকে সরে দাড়াচ্ছেন বলে একাধিক আইনজীবি অভিযোগ করেন।
এ বিষয়ে মামলার বাদী এডভোকেট সৈয়দ আবুল হোসেন নতুন ফেনী’কে বলেন, রবিবার মামলার ভিকটিমদের আদালতে তোলা হবে এমন তথ্য আমাকে জানানো হয়নি। দিনভর আদালত থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে দুপুরে বাসায় ফেরা পর্যন্ত আমি বিষয়টি জানতাম না।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুনীল চন্দ্র জানান, রবিবার মামলার শুনানির ধার্য তারিখ ছিল না সে কারণে হয়তো মামালার বাদী আদালতে উপস্থিত থাকতে পারেননি। বাদী পরিবর্তনের প্রশ্নে তিনি বলেন, মামলার বদী পরিবর্তনের কোন সুযোগ নেই।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
আবুল হোসেন ম্যানেজ ॥ বাদী পরিবর্তনের গুঞ্জণ







