ছাগলনাইয়া প্রতিনিধি>>
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকা থেকে নয়ন নামে ইউনিয়ন যুবলীগনেতাকে আটকের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থক। এ ঘটনায় সোমবার বিকাল সাড়ে তিনটা থেকে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুহুরীগঞ্জ এলাকা থেকে অস্ত্রসহ নয়ন নামে ইউনিয়ন যুবলীগনেতাকে আটক করে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র্যাব)। খবরটি ছড়িয়ে পড়ছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ ঘটনায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ফেনীস্থ র্যাব-৭ এর উপ-পরিচালক জসিম উদ্দিন অস্ত্রসহ যুবলীগনেতা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ






