নতুন ফেনী ডেস্ক>>
ফেনীর সোনালী সন্তান ও বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে ফেনীর বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। সোমবার দিনভর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে শোক বার্তা প্রেরণ করে। কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে ফেনীর গণমাধ্যমকর্মীদের শীর্ষ দুটি সংগঠন শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রেস ক্লাবের সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, জনাব কাইয়ুম চৌধুরীর তাঁর জীবদ্দশায় চিত্রকলার পাশাপাশি শিল্পঅঙ্গনের সকল শাখায় স্মরণিয় ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। অন্যেিদক ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সেক্রেটারী যতন মজুমদার, ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারী দিলদার হোসেন স্বপন, ফেনী জেলা ছাত্রলীগ, এপেক্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট জহিরুল হক মিলু, লস্করহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ সভাপতি মোহাম্মদ ইউনুছ, সেক্রেটারী মু: জামাল উদ্দিন, চাড়িপুর প্রগ্রেস ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম সরোয়ার সোহাগ প্রমূখ।
কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে নতুন ফেনী পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়।
শিল্পী কাইয়ুম চৌধুরী ১৯৩২ সালে ৯ মার্চ ফেনীর শর্শদিতে জন্মগ্রহন করেন। তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক, একুশে পদক, সুফিয়া কামাল পদক, শহীদ আলতাফ মাহমুদ পদকসহ বিভিন্ন পুরস্কার ও পদক পেয়েছেন। এছাড়া ১৯৬০ থেকে ২০০১ পর্যন্ত ২৯ বার শিল্পকলা একাডেমী অ্যাওয়ার্ড পেয়েছেন।
সম্পাদনা: আরএইচ/এমইউপি







