সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অভিনেত্রী রোকেয়ো প্রাচীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমান বি কম, সোনাগাজী পৌর মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী সরকারী কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন, বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম, সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছির উদ্দিন প্রমুখ।
এসময় স্বপ্ন সাজাই দেশের জন্য সংগঠন কর্তৃক সোনাগাজী সরকারী কলেজ, বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ ও এনায়েত উল্যাহ মহিলা কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে গত তিন মাস আয়োজিত বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ঢাবি উপাচার্য।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি/এএইচ







