বিশেষ প্রতিনিধি >>
অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী’তে সংবাদ প্রকাশের এক ঘন্টার মধ্যে বিরল রোগে আক্রান্ত পরশুরাম গুথুমা কেবিএ আজিজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মো. ওহাব নবী’র (১৯) চিকিৎসার আশ্বাস দিয়েছে সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর। বৃহস্পতিবার নতুন ফেনীর সম্পাদক রাশেদুল হাসানকে মুঠোফোনে ও ফেসবুক স্ট্যাটাসে তাকে নিয়ে শনিবার মেডিকেল বোর্ড গঠনের কথা জানান।
এদিকে সংবাদটি প্রকাশ হলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন’র (বিএমএ) ফেনী জেলার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওয়ারের নজরে আসে। তিনি মো. ওহাব নবী’র সার্বিক খোঁজ-খবর নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে বৃহস্পতিবার দুপরে স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে জানতে পেরে স্কুলে যাওয়া বন্ধ ওহাব নবী’র শিরোনামে নতুন ফেনীতে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
উল্লেখ্য, পরশুরাম পৌরসভার শান্তি কলোনি এলাকার আবদুল গনি ও জমিলা খাতুনের দ্বিতীয় সন্তান মো. ওহাব নবী। সুস্থ ও স্বাভাবিক ভাবে জন্মের দুই বছর পর বাম চোখে এলনাসামান্য ফুলে ওঠে। স্বজনরা এটাকে (এলনা) মনে করে স্থানীয়ভাবে চিকিৎসা করায়। অস্বাভাবিক ভাবে মাংস বেড়ে বাম চোখ নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় তাকে ২০১২ সালে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়। দেড় থেকে দুই মাস চিকিৎসা করানোর পর টাকার অভাবে বাড়ী নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওহাব নবীর চোখে টিউমার চিহ্নিত করে অপারেশনের পরামর্শ দেন। তবে এ চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে বলে জানান তারা।
এদিকে ছেলের ২ ছেলে ও ৫ মেয়েকে নিয়ে কোন মতে দিনাতিপাত করছেন কর্মক্ষম আবদুল গনি। এক সময় গ্রামে সামান্য ফার্নিচারের ব্যবসা থাকলেও ছেলের চিকিৎসা ও পরিবারের বরণ পোষণের জন্য তাও বিক্রি করে দিয়েছেন। শরীরে তেমন কোন শক্তি না থাকায় কোন ধরণের কাজ-কর্ম করতে পারছেন না তিনি। যার কারণে বিনা চিকিৎসা ঘরে অনেকটা বন্ধী জীবন যাপন করছে ওহাব নবী।
[ওহাব নবী’র চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে ০১৮৬৬ ৬২৪৪৮৪ (ওহাব নবী) অথবা ০১৮১৭২০৬৬৫৮ (নতুন ফেনী) নাম্বারে যোগাযোগ করতে পারেন।]
সম্পাদনা: আরএইচ/এসএইচটি/এসএইচএফ







