সোনাগাজী প্রতিনিধি >>
ফেনীর সোনাগাজীতে নানা কর্মসূচর মধ্য দিয়ে নাট্যাচার্য ড. সেলিম আল-দিন’র ৬৮ তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনাগাজী সেলিম আল দীন স্মৃতি পরিষদ ও সেলিম আলদীন সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। সোনাগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ফেনী জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বৈশাখী বডুয়া, নাট্যাচার্য সেলিম আল-দিনের ভাই বোরহান উদ্দিন।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা স্কাউটস কমিটির কমিশনার সুনীল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সমৃদ্ধ সোনাগাজীর আহবায়ক ইব্রাহীম মোহাম্মদ শাকিল, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সভাপতি ডা. গাজী মোহাম্মাদ হানিফ, বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ প্রমূখ।
উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা সেলিম আলদীন’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক সংস্কারক হিসেবে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, নাট্যকার সেলিম আল দীন জন্মেছিলেন ১৯৪৯ সালের ১৮ই আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে। বরেণ্য এ নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারী মৃত্যুবরণ করেন।
সম্পাদনা: আরএইচ/এসএইচটি/এএইচআর







