নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে। বুধবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায়।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাহবুবুল আলম মজুমদার, প্রাইম ব্যাংক ফেনী শাখা এফ.এ.ভি.পি মোহাম্মদ রমজান শেখ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির আহবায়ক শাহেদ উদ্দিন মিল্লাত, সদস্য জহির উদ্দিন মাহমুদ মুকুট, আজম চৌধুরী, প্রবিণ ক্রীড়া সংগঠক গোলাম হায়দার মজুমদার, ক্রিকেট বোর্ডের প্রতিনিধি জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, বিরলী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পাইলট হাই স্কুলের ক্রীড়া শিক্ষক বিক্রম কুমার দাস, ফেনী জি.এ একাডেমীর ক্রীড়া শিক্ষক ফিরোজ আলম প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এপি







