নিজস্ব প্রতিনিধি >>
একরাম হত্যা মামলায় জেলা তাঁতি দলের আহবায়ক মাহাতাব উদ্দিন চৌধুরী মিনার ও যুবলীগ নেতা জিয়াউল আলম মিষ্টারসহ ১৬ আসামীকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আমিনুল হক এ রায় ঘোষণা করেন।
একাধিক পুলিশ ও আইনজীবি সূত্র জানায়, একরাম হত্যামামলার আসামী জাহাঙ্গীর আদেল, জাহিদ চৌধুরী, আবদুল্লাহিল শিবলু, হুমায়ুন ও জিহাদসহ ৩৯ জনকে মৃত্যুদন্ড ও মাহাতাব উদ্দিন চৌধুরী মিনার ও যুবলীগ নেতা জিয়াউল আলম মিষ্টারসহ ১৬ আসামীকে খালাস দেন।
মামলার আসামী পক্ষের আইনজীবি এডভোকেট গাজী তারেক আজিজ মামলার প্রধান আসামী মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ও যুবলীগ নেতা জিয়াউল আলম খালাস পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রায়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা আগেই বলেছি মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ রায়েল মধ্য দিয়ে প্রকৃত সত্য বেরিয়ে আসছে।
এর আগে ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমীস্থ বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্য দিবালোকে গুলি করে কুপিয়ে হত্যা করে। পরে তাকে বহনকারী গাড়ীতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনায় একই দিন রাতে নিহত একরামের বড় ভাই বাদী হলে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় একই বছরের ২৮ আগষ্ট পুলিশ ৫৬ জনকে আসামী করে চার্জশীচ দাখিল করে।
সম্পাদনা: আরএইচ/ এনকে/এনইউসি/ ইএইচ







