মিরসরাই প্রতিনিধি>>
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। উপজেলার নিজামপুর পুলিশ ফাঁড়ির সামনে ও বড়তাকিয়ায় চক্ষু হাসপাতালের সামনে এই দুটি দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল আটটার দিকে নিজামপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাজেদা বেগম (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত সাজেদা মধ্যম ওয়াহেদপুর এলাকার মালু বাড়ির আকতার হোসেনের স্ত্রী।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম দুর্ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪২ বছরের অজ্ঞাত নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে সড়কের মাঝখানে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে তার ছিন্নভিন্ন মরদেহটি উদ্ধার করি। এখনো পরিচয় জানা যায়নি।
সম্পাদনা: আরএইচ/এমইউ







