পরশুরামে পরশুরামে জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেইন রোডস্থ সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল করিম মজুমদার বাদল’র সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামন ভুট্ট, বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, পৌরসভার প্যানের মেয়র রাসুল আহমেদ স্বপন, যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, সাবেক শ্রমিকলীগের সভাপতি আবদুর রসুল স্বপন, শ্রমিকলীগের আহবায় আব্দুল মান্নান, সাবেক ছাত্র নেতা ওবায়েদুল হক ভূঞা, কাউন্সিলর এনামুল হক এনাম, কামাল উদ্দিন ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবনসহ আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ফেনী জেলা পরিষদের সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক সফিকুল হোসেন মহিম’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা সবাই চার নেতার খুনীদের শাস্তির দাবী করেন এবং আগামীতে প্রধানমন্ত্রী যাকে নৌকা মার্কায় মনোনীত করবেন তাকে ভোট দেওয়ার আহবান জানান।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ







