খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে জেলে গেছেন বলে মন্তব্য করেছেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। রবিবার বিকালে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজাম হাজারী আরো বলেন, আমরা একসময় কোথাও গিয়ে পরিচয় দিতে পারতাম না। কিন্তু এই সরকারের আমলে ফেনীতে যে উন্নয়ন হয়েছে তা ফেনীর ইতিহাসে বিরল। এজন্য ফেনীবাসীর পক্ষ থেকে বঙ্গকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনীর মানুষের কল্যাণে অনেক সংগ্রাম করে গেছেন। বিনিময়ে তিনি কিছুই পাননি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে নাসিম ভাইকে নির্বাচিত করে তারপর আমি মাঠ ছাড়বো। এই এলাকার মানুষের ভাগ্যউন্নয়ন করতে নাসিম ভাইকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
নতুন ফেনী’র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রািইব করুন
উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া পৌর মেয়র মোঃ মোস্তফা, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







