উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। রবিবার বিকালে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনিি বলেন, আমরা অনেকবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এ আসনে নির্বাচিত করেছি। কিন্তু কোন সুফল পাইনি। বিএনপির ভবিষ্যৎ এখন কারাগারে ও বিদেশে। বিএনপি জামায়াত একসময় বলতো আ’লীগ ধর্মের বিপক্ষে। কিন্তু আজকে কওমি মাদ্রাসার আলেমরা শেখ হাসিনাকে ইসলাম ধর্মের নেত্রী হিসেবে উপাধি দিয়েছেন। বিগত পাঁচ বছর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করেছেন।
আলাউদ্দিন চৌধুরী নাসিম বলেন, যুগের পর যুগ আমাদের সমাজের শিক্ষিত যুবকরা কোন সরকারি চাকুরী পেতোনা। কিন্তু এখন শেখ হাসিনার সরকার আমাদের ছেলেমেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিভিন্ন জায়গায় চাকুরী দিচ্ছে। ঘরে ঘরে বিদ্যুতায়ন হচ্ছে। ফেনীতেও শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। শেখ হাসিনা সোনাগাজীতে পঁয়ত্রিশ হাজার একর জায়গার মধ্যে বঙ্গবন্ধু শিল্প নগরীর কাজ শুরু করেছেন। যেখানে দশ হাজার বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। তিনি বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, নিজেদের সকল ভুল ত্রুটি শুধরিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার এই আহবান জানান।
উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া পৌর মেয়র মোঃ মোস্তফা, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







