কান্না থামছে না অগ্নিদগ্ধে নিহত মাদরাসাছাত্রী নুসরাতের স্বজনরা। সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের কবরের পাশে অঝোরে কেঁদেই চলেছেন ছোট ভাই রাশেদুল হাসান রায়হান। বুক থাপড়িয়ে ‘বোন কাকে ডাকবো’ বলে বার বার বেহুস হচ্ছেন তিনি। বাড়ীতে বড় ভাই মাহমুদুল হাসান নোমান, বাবা একেএম মুসা মানিক ও মা শিরিন আক্তারের কোন হুসই নেই। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে উঠছে।
এর আগে শুক্রবার জুমাআর নামায শেষে পরিবারের স্বজনসহ এলাকাবাসী নুসরাত জাহান রাফির কবর জিয়ারত করেন। দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ তার কবর জিয়ারত করতে ছুটে আসছেন বলে এলাবাসী জানান। নুসরাতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়ীতে দলে দলে ছুটে আসছেন অসংখ্য মানুষ।
পরিবার সূত্র জানায়, নুসরাতের মৃত্যুতে সব চেয়ে বেশি শোকাহত হয়েছে ছোট ভাই রায়হান। মাত্র দুই বছরের বড় নুসরাতের সাথে মাদরাসায় একসাথে যাওয়া আসা করতো। অনেকটা সমবয়সী বলে ভাই-বোনের মধ্যে খুনশুটি লেগেই থাকতো। চোখের সামনে বোনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে সে। রায়হানও সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার দশম শ্রেনীর ছাত্র।
টানা পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ১০ এপ্রিল বৃধবার রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি। পরদিন সকালে ময়তদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দিলে বিকালে সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, ৬ এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যায় নুসরাত জাহান রাফি। মাদরাসার এক ছাত্রী সহপাঠি নিশাতকে ছাদের উপর কেই মারধর করেছে এমন সংবাদ দিলে সে ওই বিল্ডিংয়ের তিন তলায় যায়। সেখানে মুখোশপরা ৪/৫জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। সে অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার রাতে অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ ৮ জনের মান উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামালা দায়ের করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।
এর আগে ২৭ এপ্রিল ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে যৌন নীপিড়নের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







