ফেনীতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ফেনী শহরের মিজান পাড়ার ফজল মাস্টার লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায় জানায়, গত বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের কাকা ফেনীর প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান মারা যান। কয়েকজন বিএনপি নেতা শুক্রবার রাতে পরিবারের সদস্যদের শান্তনা দিতে ওই বাসায় যান। বাসার সামনে থেকে ফেনী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সদর উপজেলা যুবদলের আহŸায়ক আতিকুর রহমান মামুন, দাগনভূঞা উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, জেলা যুবদলের সদস্য জাহিদ হোসেন বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ির সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও সাবেক ছাত্রদল নেতা কাজী আবুল হাসান সোহাগ।
ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ গোপন সূত্রে খবর পায়, ওনারা ওখানে জড়ো হয়েছেন। তাদের ক নামে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। বাকিদের নামেও মামলা রয়েছে।
এদিকে ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের বলেন, বিএনপি নেতারা সদ্য প্রয়াত স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের চাচা রাজনীতিক ও সাংবাদিক খলিলুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন। এসময় পুলিশ তাদের গ্রেপ্তার করেন। এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে পুলিশ এ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে বলে দাবী করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







