ফেনী সদর উপজেলার মোটবীতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সয়গঠন ‘লাল সবুজ সংঘ’। রবিবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোটবী ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি।
এসময় স্থানীয় ইউপি সদনঢ মো. হারুন, সেলিম মুন্সি, আবুল কাশেম, আবু ইউসুফ ভূঁঞা, মো. মন্নান, নুর নবী, রুবেল, সুমন, শামীম প্রমূখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাহেদুল ইসলাম (জিতু), সদস্য ফখরুল ভূঁঞা, সাইফুল ইসলাম জিহান, আরিফ ভূঁঞা, সাইফুল ডাক্তার, শরিফ, তুষার, পাপ্পু, রিয়াদ, কাউছার, সুজন, শুভ, রকি, নাজমুল, দিদার, জনি, সাকিল, রাহাত, জহির, নাদিম, রনি, বাবু, ইফাত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানো শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি







