ফেনী জেলা জর্জ আদালতের পুকুর থেকে মো: মামুন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরের দিকে পুকুরটিতে একটি লাশটি ভেসে উঠলে লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ দিন মামুন জেলা আদালত ও আশপাশের এলাকায় ভিক্ষা করতো। কিছুটা বুদ্ধি প্রতিবন্ধিও ছিলো সে। রবিবার দুপুরের দিকে আদালত সংলগ্ন পুকুরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করলে পরিচিতরা মামুনকে সনাক্ত করে। মামুন ছাগলনাইয়া উপজেলার তালতলী গ্রামের আবুল হাসেমের ছেলে। সে সব সময় আদালত পাড়ায় ঘুরাঘুরি করে পুকুরটিতে গোসল করতো বলে স্বজনরা জানিয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো: আলমগীর হোসেন যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদনা: এনকে/আরএইচ







