করোনা উপসর্গে ভুগা ৬ ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠিয়েছে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বিশেষ সতর্কতার সাথে প্রশিক্ষিত ও অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান দিয়ে এসব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।
শুক্রবার ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাসের উপসর্গে ভুগা ৬ ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ জন ছাগলনাইয়া ও ২ জন সোনাগাজীর এবং ১ জন ফেনী সদর ও ১ জন দাগনভূঞা উপজেলার বাসিন্দা। তারা বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গে ভুগছেন। স্বাস্থ্য বিভাগ থেকে উপসর্গে ভুগা ৬ জনসহ বাড়ির সকল বাসিন্দাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ফেনী শহরের মাস্টার পাড়া এলাকার এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার ফলাফল পাওয়া যায়নি।
সিভিল সার্জন জানান, নমুনা পরীক্ষার ফলাফল পেতে ৪৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ফলাফল নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদনা: এনকে/আরএইচ







