সামাজিক কর্মকান্ডের সাথে যিনি নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়েছেন তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সবার সাথে হাসি খুশিভাবে চলাফেরা করতে খুব ভালোবাসতেন। চরচান্দিয়া ইউনিয়নসহ সোনাগাজী উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, মানবিক সংগঠনের সকল কাজে ছিলেন সক্রিয়।
বলছি সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দারুর উলুম আল হোসাইনীয়া উলামা বাজার মাদ্রাসার পাশে মুজিবুল হক সারেং বাড়ীর আলমগীর বিজয়ের কথা। যিনি পড়ালেখা শেষ করে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য শিক্ষকতা করেছে আরমান ক্যাডেট একাডেমীতে। করোনাকালীন সময়ে পরিবারের ব্যয় নির্বাহের জন্য বসে না থেকে সোনাগাজীর দুইটি প্রতিষ্ঠানে কর্মযজ্ঞ চালিয়েছেন।
হঠাৎ মরণব্যাধি ক্যানসারের আক্রমণ। জাতীয় ক্যান্সার হাসপাতাল, বঙ্গবন্ধু হাসাপাতাল সহ বিভিন্ন চিকিৎসালয়ে গিয়েও ব্যর্থ হলেন ক্যান্সারের কাছে। এরই মধ্যে শেষ হয়েছে নিজের নিকট থাকা অর্থ। কিন্তু আলমগীর বিজয়কে যাতে সহজে হারাতে না হয় সেজন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, জার্মান প্রবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) যুবনেতা ইকবাল বাহার ফয়সাল, নুর আলম। এছাড়াও অসংখ্য ব্যক্তিদের দোয়া ভালোবাসা এবং আর্থিক সহযোগিতার পাশাপাশি নিজের কিছু জমি বন্ধক রেখে প্রায় ৫লক্ষাধিক টাকা নিয়ে চিকিৎসার উদ্দেশ্য দেশের চিকিৎসকদের পরামর্শে ভারতের চেন্নাই শহরের সিএমসি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ক্যান্সারের দুই বিভাগের হ্যামাইটোলোজী বিভাগে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের তথ্যমতে পরীক্ষা নিরীক্ষা করে পাকস্থলীর খাদ্যনালীতে যে সমস্যা দেখা দিয়েছে। তার প্রাথমিক চিকিৎসা ব্যয়ে ১২-১৫ লক্ষাধিক টাকা লাগতে পারে।
ইতিমধ্যে ভিসা প্রসেসিং সহ হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার কারণে বাড়ী থেকে সংগ্রহ করে নেয়া টাকার অনেকটা শেষের পথে।
মুঠোফোনে আলমগীর বিজয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুরু থেকে আমার সকল বন্ধুবান্ধব, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মিলন ভাই, নুর আলম ভাই সহ অনেকের সহযোগিতা ও দোয়া পেয়েছি। সবাইর প্রতি আমি কৃতজ্ঞ। আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে। তাকে দেশে রেখে আছি। যাতে সুস্থ্য হয়ে আবার তাকে কোলে নিতে পারি এবং সবার মাঝে ফিরে আসতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আলমগীর বিজয় চিকিৎসার জন্য ভারতে অবস্থান করার কারণে তাদের পরিবারের সকল কিছু দেখাশোনা করছেন তার খালাতো ভাই হিরণ আহম্মদ।
আপনিও সহযোগিতার হাত বাড়াতে পারেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01837034971 (বিকাশ)
A/C- CHABANA KHATUN, No- 153.151. 39749 Dutch Bangla Bank, sonagazi Branch.
সম্পাদনা:আরএইচ/এইচআর







